বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং ৫০তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটের আয়োজনে একটি আর্ট ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল। বিলেতে জন্ম এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের শিল্প আর সংস্কৃতির মেলবন্ধনের লক্ষ্যে ১২ ডিসেম্বর বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আর্ট ওয়ার্কশপের আয়োজন করছিল সাংস্কৃতিক সংগঠন মুক্ত আর্টস। বিডি ফিফটি শিরোনামে শিশুদের এ চিত্রাঙ্কন কর্মশালা পরিচালনা করেন মুক্তা চক্রবর্তী।