মুক্তা চক্রবর্তীর অনলাইনে করোনাকালিন উদ্যোগ, চিত্রকলার সাথে বেঁচে থাকা

Cover of 'Stay alive with fine arts'
Cover of ‘Stay alive with fine arts’

আগামী শনিবার লণ্ডন সময় বিকাল চারটায় উদ্বোধন হতে যাচ্ছে ব্রিটিশ বাংলাদেশি চিত্রশিল্পী মুক্তা চক্রবর্তীর ব্যাতিক্রমধর্মী আর্টস প্রজেক্ট “Stay alive with fine arts”,। করোনা আক্রান্ত সময়ে ঘরে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভে চিত্র শিল্পী মুক্তা চক্রবর্তী আঁকবেন সাতটি চিত্র কর্ম।

সেই সাথে একটি চিত্র কর্মের গল্প নিয়ে তৈরী করবেন নতুন ধারার ক্যানভাস ফিল্ম নামের একটি শর্ট ফিল্ম। যে ফিল্মে উঠে আসবে রং তুলিতে আঁকা ক্যানভাসের গল্প।

মুক্তা চক্রবর্তী’র ফেসবুক পেজ https://www.facebook.com/mounimukta থেকে সরাসরি লাইভে উদ্বোধন অনুষ্ঠানে লোগো উন্মোচন শেষে “Sustainable development and ideas on creative arts area during and after the pandemic” শীর্ষক এক সেমিনারে করোনাক্রান্ত সময়ে শিল্পের বিভিন্ন মাধ্যম কিভাবে বাধা গ্রস্ত হয়েছে এবং এই দুর্যোগ সময়ে কিভাবে শিল্পী এবং সংগঠন গুলো তাদের নতুন শিল্প ভাবনা বিস্তার করবেন।

এ বিষয়ে বক্তব্য রাখবেন বর্তমানে লন্ডনের গোল্ডস্মিথ বিশ্ববিদ্যালয়ের গবেষণারত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক এবং নাট্য নির্দেশক সুদীপ চক্রবর্তী, অভিনেতা নির্দেশক এবং লেখক মুরাদ খান এবং ঢাকা থেকে যুক্ত হবেন কমিউনিটি বেইজড আর্ট সংগঠন গিদরী বাউলের প্রতিষ্ঠাতা তরুণ শিল্পী কামরুজ্জামান স্বাধীন।

‘Stay alive with fine arts’ প্রজেক্ট নিয়ে জানতে চাইলে চিত্রশিল্পী মুক্তা চক্রবর্তী বলেন, লকডাউনের এই সময়টা সবার জন্য দুর্যোগপূর্ণ। এই দুর্যোগময় সময়টাতে সব ধরণের শিল্পচর্চা বা মঞ্চায়ন একেবারেই বন্ধ। যা শিল্পী এবং শিল্প অনুরাগী দুই পক্ষের জন্যই মানসিক চাপের। ধীরে ধীরে বেড়ে উঠা এই চাপ আমাদের মানসিক স্বাস্থ্যকেও অসুখী করে তুলছে। তাই এই মহামারীর সময়ে ঘরে বসে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে লাইভে আমি কিছু কাজ শিল্পানুরাগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। যাতে করে মানুষ নিজেদেরকে আমার চিত্রকলার সাথে সংযুক্ত করতে পারবেন। কমেন্টে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারবে। আমি আশা করি আমার এই প্রচেষ্টা করোনা ভাইরাসের এই দুঃসময়ে মানুষের মনে একটু হলেও প্রশান্তি পৌঁছে দেবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

Logo of Bangladesh Pratidin

Others media’s news